It's a social web sight in the world
শুক্রবার, ৯ মার্চ, ২০১২
মশা কামড়ালে ফুলে যায় কেন?
স্ত্রী মশা রক্ত খাবার জন্য মানুষের শরীরের রোমকূপের গোড়া দিয়ে হুল ফুটানোর পরে তাদের চাহিদা মতো রক্ত চুষে খায়। কিন্তু মশাদের জন্য সমস্যা হলো, মানুষের রক্ত বেশ দ্রুতই জমাট বেঁধে যায়। আর একবার জমাট বেঁধে গেলে তো মশারা আর রক্ত খেতে পারবে না। তাই তারা রক্ত যাতে জমাট না বাঁধে সেজন্য স্যালাইভা নামের এক ধরনের রাসায়নিক পদার্থ মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেয়। এই স্যালাইভা বিভিন্ন প্রোটিন নিয়ে তৈরি হয়। এটি যে অংশে মশা কামড়িয়েছে সেখানে রক্ত জমাট বাঁধতে দেয় না। এতে করে মশার মুখে রক্তের প্রবাহ ঠিক থাকে। আর তারা আরাম করে রক্ত খেতে পারে। মশার মুখ থেকে আসা এই স্যালাইভা মানুষের শরীরে বিভিন্ন রিঅ্যাকশন ঘটায়। স্যালাইভার রিঅ্যাকশনের ফলে মশা কামড়ানোর সঙ্গে সঙ্গেই বা কিছুক্ষণ পরে জায়গাটি ফুলে যায় এবং চুলকাতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন